
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে দলীয় প্রতীক ধানের শীষ এর বিজয় সুনিশ্চিত করতে দিনাজপুরের হিলিতে লিফলেট বিতরণ করেছেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া ইউনিয়নে উপজেলা সেচ্ছাসেবক দলের স্ব উদ্যোগে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় খট্রা মাধবপাড়া ইউনিয়নের ডাংগাপাড়া বাজার,শালপুকুরিয়া, দেবখন্ডা, ঘনেশ্যামপুর, চকবিরভান, নয়ানগর, মাধবপাড়া, মংলা, সাতকুড়ি, বলরাম পুর হয়ে ডাঙ্গা পাড়া বাজারে এসে শেষ করা হয় লিফলেট বিতরণের কার্যক্রম।
হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও দিনাজপুর-৬ আসনে দলীয় প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করে দেশের এবং জনগণের সেবা করতে পারে সেই লক্ষে এই প্রচার প্রচারনা করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে এই লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা চালানো হবে। আজকে খট্রামাধবপাড়া ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আলীহাট ইউনিয়নে বিতরণ করা হবে এবং শুক্রবার বোয়ালদাড় ইউনিয়নে লিফলেট বিতরণ করা হবে।
এসময় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক মিন্নুর সজল, বাবু মিয়া, ইউনিয়ন বিএনপির সাইফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত