ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলা মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ২০২৫ এর টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনোজ কুমার সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান বলেন,২০২৫ সালের ৪ ঠা অক্টোবর-২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যহত থাকবে।
এই ২২ দিন মা ইলিশ পরিবহন,মজুদ,বেচা-কেনা,বিনিময় করা যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান,জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার, জাতীয় মৎস্য জীবি সমিতি ও মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ জামাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, কুতবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সাচরা ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা, দেউলা ইউনিয়ন পরিষদ প্রসাশক ও সমবায় অফিসার মোঃ এনামুল হক, মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির (ভারপ্রাপ্ত) ইনচার্জ মোঃ মজিবুর রহমান মল্লিক সহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত