বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রথমবারের মতো সরকারি নির্দেশনায় গণআন্দোলনের শহীদদের কবর সংরক্ষণ ও বাঁধাইয়ের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বায়েজিদুর রহমানে নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণ-আন্দোলনে চারজন ছাত্র-জনতা শহীদ হন। তারা হলো বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শহীদ তাহিদুল ইসলাম, দুজন গার্মেন্টস কর্মী রাকিব বেপারী,আল-আমীন রনি, ওয়ার্কশপ কর্মী হাফেজ জসীম উদ্দিন। তাদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার এই কবর সংরক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়।
ইতিমধ্যে শহীদদের কবর বাঁধাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিচর্যার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কবর স্থানে সংরক্ষিত তথ্য ফলকও স্থাপন করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা শহীদদের নাম, অবদান ও ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে পারেন।
ইউএনও বায়েজিদুর রহমান বলেন, ‘আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার রক্ষার সংগ্রামে জুলাই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।তবে বাংলাদেশ সরকার জুলাই শহীদদের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে তার মধ্যে কবর সংরক্ষণ অন্যতম।
উল্লেখ্য,বরিশাল জেলার মধ্যে বানারীপাড়া উপজেলায় জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনের প্রকোপ সরকার ও প্রশাসনের টনক নাড়িয়ে ছিল।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত