বরিশালের বানারীপাড়া উপজেলায় কৃষকদল নেতা হত্যা মামলার অন্যতম আসামি তুহিন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
র্যাবের মিডিয়া সেল থেকে জানা যায়,ঘটনার পরবর্তী অভিযুক্ত আসামিরা পালিয়ে যায়। বরিশাল র্যাব-৮ এর সদর কোম্পানী এবং র্যাব-৮’র ভোলা ক্যাম্পের সদস্যদের যৌথ আভিযানে ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর এলাকায় আত্মগোপনে থাকা তুহিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী তুহিন বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের মৃত সামসুল হক হাওলাদারের ছেলে ও সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লতিফ হাওলাদার (৫৬) হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি। তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার জানিয়েছেন, এ হত্যা মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে সাবেক আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতের কর্মী দাবিদার দেলোয়ার হোসেন ঘরামীর সাথে রাজনৈতিক নানান বিষয় নিয়ে বাগবিতন্ডা হয় কৃষক দল নেতা আবদুল লতিফ হাওলাদারের।
একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামী ও তার মেয়ে জামাতা তুহিনসহ অন্যান্য আসামিদের বেধরক মারধরে গুরুত্বর আহত হন আবদুল লতিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত