গত ১২ /০৮/২০২৫ রোজ বুধবার সন্ধ্যায় বরগুনার বামনা থানাধীন ৩ নং রামনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নদীর তীর সংলগ্ন চরে একটি ভাসমান লাশ দেখিয়া স্থানীয় জনৈকা মমতাজ বেগম স্হনীয় লোকজনকে জানাইলে ভিকটিমের সন্ধান চেয়ে তার সন্তানদের লিফলেটের ফোন নাম্বার অনুযায়ী ফোন করিয়া ভিকিমের ছেলেদের জানাইলে ছেলেরা ঘটনাস্থলে আসিয়া বামনা থানায় ফোন করেন। তৎপ্রেক্ষিতে বামনা থানা পুলিশ ভাসমান অবস্হায় লাস উদ্ধার করে। ঘটনার বিবারনে জানা যায়
ভিকটিম/ সন্তোষ চন্দ্র বাড়িক (৭৮) পিং মৃত সুরেন চন্দ্র বাড়িক সাং পাতাকাটা ৬ নং ওয়ার্ড ১ নং বদরখালী ইউনিয়ন,
থানাঃ বরগুনা, জেলাঃ বরগুনা।
ভিকটিমের সন্তানেরা বলেন গত ১০-০৮-২০২৫ তারিখ হইতে তাদের বাবা নিখোঁজ তিনি বার্ধক্যজনিত এবং মাথায় সমস্যা ছিল ভিকটিমের চার জন পুত্র আরো বলেন বিষয়ে মাইকিং করেছে লিফলেট বিতরণ করেছেন কিন্তু বরগুনা থানায় কোন নিখোঁজ ডায়েরি করেন নাই।ঐ লিফটে নাম্বার দেখে ফোন করে সংবাদ জানানো হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত