চরফ্যাশনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে হেফাজতে নিয়েছে চরফ্যাশনের শশিভূষণ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাঞ্চন মালের নাতনি আবুল কালামের মেয়ের সাথে রসুলপুর ৫ নং ওয়ার্ডের নূরে আলম রাঢ়ির পুত্র বাদলের (২০) মোবাইল ফোনে যোগাযোগ হয়। তারই সূত্র ধরে রবিবার ( ১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার সময় বাদল বোরাক যোগে তার সঙ্গীদের নিয়ে কিশোরীর সাথে দেখা করতে আসে।
কিশোরীর নানা কাঞ্চনমালের বসত ঘরে থাকায় বাদল তার সঙ্গীদেরকে রাস্তায় রেখে তার সাথে দেখা করেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত হন। বিষয়টি কিশোরীর নানা টের পেয়ে ঘটনাস্থলেই অভিযুক্ত কে জাপটে ধরে ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে বাদলকে তার সংগী সহ আটক করে ফেলে। এতে ঘটনাটি জানাজানি হলে ব্যাপক এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
অবশেষে পার্শ্ববর্তী বিএনপি নেতা মাহে আলম মেম্বারের বাড়িতে তাদেরকে আটক করে রেখে গতকাল সোমবার শশীভূষণ থানা কে অভিহিত করা হলে এস আই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁদের কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কিশোরীর এক অভিভাবক। উল্লেখ্য -কিশোরীর মা বাবা নোয়াখালীতে থাকেন। বাবা- মা মেয়ের খোঁজখবর না রাখায় তাকে নানা বাড়িতেই তাকে থাকতে হয়। এই বিষয়ে কিশোরী ধর্ষণের শিকার বলে দাবি করলেও অভিযুক্তরা তা অস্বীকার করেন।
শশিভূষণ থানা অফিসার ইনচার্জ তারিক হাসান বলেন, খবর পেয়ে কিশোরী এবং অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত