
প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিণত করতে বা দক্ষ নাগরিক হিসেবে গড়তে শিক্ষার্থীদের শিক্ষক যারা তাদেরকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। সিলেটে এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।
সমতার বাংলাদেশ গড়তে প্রধান অতিথি ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, সরকারের পাশাপাশি সংস্থা, প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিগণকে এগিয়ে হবে প্রতিবন্ধীদের কল্যাণে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই।
৮ নভেম্বর শনিবার সকাল ১১ টায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।
জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI) এর সভাপতি , সমাজ সেবী লুবনা ইয়াসমিন শম্পা।
নারী উদ্যোক্তা ও নারী নেত্রী লুবনা বলেন, আমাদের কে প্রবাসীর আত্মীয়-স্বজন উপহার দেয়, আমরা বলব আমাদেরকে উপহার না দিয়ে সেই অর্থটুকু প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ব্যয় করণ।
তার জীবন জীবিকা পরিচালনায় সহায়তা করুন।দীর্ঘদিন থেকে প্রতিবন্ধীদের এ প্রতিষ্ঠান সিলেটের চলমান, এখানে লেখাপড়া করে অনেকে আজ শিক্ষার বাতিঘরে পৌঁছেছে, প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা একটি ব্যতিক্রমী শিক্ষা, ব্যতিক্রমী শিক্ষক দিয়েই তা পরিচালনা করতে হয়।
তাই প্রবাসী ও বৃত্তশালী সিলেটবাসীদের আন্তরিক দৃষ্টি কামনা করছি প্রতিষ্ঠানটির প্রতি। তিনি বলেন, প্রতিবন্ধীরা এ রাষ্ট্রেরি অংশ, সমাজের কারো না কারো, সন্তান স্বজন প্রিয়জন তাই শরীরে কোন একটি অংশকে বাদ দিয়ে মানুষ যেমন চলতে পারে না, তেমনি প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে, প্রথমে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে, । তাদেরকে ভালো প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করে তোলনে এরা আর থাকবে না সমাজের বুঝা।
আল্লাহর নৈকট্য লাভ সামাজিক দায়িত্ব মনে করে প্রতিবন্ধীদের সহায়তা করার আহ্বান জানান তিনি সকলের প্রতি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন-জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী।
উপস্থিত ছিলেন দৈনিক ঢাকার ডাকএর সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সিলেটের ব্যুরো চীফএমদাদুর রহমান চৌধুরী জিয়া, শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি সহ জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত