গাজীপুরের শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে শ্রীপুরের ১ নং সিএনবি বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল আমিনের স্ত্রী আলফাতুন জানান,মাদকাসক্ত ও চাঁদাবাজ হিসেবে পরিচিত কতক কুচক্রী ও দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন নানা ভাবে চাঁদা দাবী করে আসছে।
আমাদের কাছ থেকে নেশার টাকা ও চাঁদা না পেয়ে আমার স্বামী নূরুল কে জরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আলফাতুন বলেন,আমার স্বামী নুরুল আমীন কোন রাজনৈতিক দলের সাথে জরিত নয়। ওই চক্রটি মিথ্যা তথ্যদিয়ে আমার স্বামীকে পুলিশী হয়রানি করছে। তারা বিভিন্ন সময় আমার স্বামীকে মারধর করে রক্তাক্ত করেছে।
তিনি বলেন,আওয়ামীলীগের এক নেতার সাথে আমার স্বামীর নামের মিল থাকায় এবং একটি মারামারির মামলার মিথ্যা তথ্য দিয়ে ওই চক্রটি আমার স্বামীকে পুলিশ দিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে থানায় নিয়ে যায়। এলাকার ওই ঘটনার সময় আমার স্বামী তাবলীগ জমাতে ছিল। পরে সঠিক তথ্য প্রমান দিয়ে আমার নির্দোষ স্বামীকে থানা থেকে ছাড়িয়ে এনেছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমি চাঁদাবাজ ও নেশাখোর ওই চক্রের এহেন নির্যাতন থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান, নুরুল আমিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই-বাছাই করে দেখা যায় নাম ও বাবার নামের সাথে মিল নেই এবং এই মামলার সাথে তিনি জড়িত নয়। পরে ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে এবং তাদের নির্দেশেক্রমে তাকে পরিবারের কাছে ছেড়ে ফিরিয়ে দেওয়া হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত