গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শহীদুল ইসলাম।
শনিবার(২০ সেপ্টেম্বর)শ্রীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, তিনি মোট ৭ গন্ডা জমি ক্রয় করেন এবং তার চাচা নূরুল ইসলামকে ১ গন্ডা জমি ক্রয় করেন। কিন্তু বর্তমানে নূরুল ইসলাম ওই ১ গন্ডা জমি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। এমনকি একই গ্রামের কাজল মৌলভীর কাছ থেকে উক্ত জমি বিক্রির জন্য বায়না গ্রহণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
শহীদুল ইসলামের দাবি, এ জমি আমাদের বংশগত সম্পত্তি। তাই ক্রয়ের ক্ষেত্রে আমাদের পরিবারেরই অগ্রাধিকার রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একাকী আলোচনা করতে গেলে তার আরেক চাচা আবুল কাশেম তাকে ধাক্কা দেন। আত্মরক্ষার্থে প্রতিহত করতে গেলে আবুল কাশেম ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে শরীরে আঘাত পান। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেম থানায় গিয়ে তার (শহীদুল), কলেজ পড়ুয়া ছেলে ও ভাতিজার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার সময় তার ছেলে ও ভাতিজা উপস্থিত না থাকলেও তাদের নামে থানায় অভিযোগ দিয়ে পরিবারকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে তারা পুলিশি হেনস্তারও শিকার হচ্ছেন।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত