
ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের হাতিবান্ধা বিলের পাড় সংলগ্ন জুয়া খেলার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সার্কেল রাকিবুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী নেতৃত্বে এ এসআই (নি:) টিটু চন্দ্র দাস,এস আই (নি:) খায়রুল ইসলাম, এসআই (নি:)আ: কাদের,, এএসআই (নি:) আল ইমরান, এএসআই (নি:) আল হেলাল সঙ্গীয় ফোর্স সহ ১১ ই নভেম্বর মঙ্গলবার রাতে উক্ত জুয়ার আসরে অভিযান পরিচালনা করলে জুয়ারিরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত ২টি মটর সাইকেল জব্দ করেছেন ফুলপুর থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ফুলপুরে মাদক, সন্ত্রাস ও জুয়ার কোনো স্থান নেই, এসব অপরাধের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত