বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুছালেহ ও ইউপি সদস্যদের বিরুদ্ধে গত ১৮/০৯ ২০২৫ রোজ বৃহস্পতিবার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা বাজারে ভিজিডির তালিকাভুক্তকরণে অনিয়মের অভিযোগ তুলে একটি অসাধু মহল মানববন্ধন ও বিক্ষোভ করে চেয়ারম্যানের অসারনের দাবী তুলে।
এ ঘটনার প্রতিবাদে অত্র ইউনিয়নবাসীর উদ্যোগে আজ ২০/০৯/২০২৫ রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মূল সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন একটি স্বার্থন্বেষী মহল ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে মানহানি করছে ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুছালেহ হাওলাদার তিনি বলেন, গত ১৮/০৯/২০২৫ আমার বিরুদ্ধে মানববন্ধন করার কোনো যৌক্তিক কারণ নেই। আমার ৮নং ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ডের তালিকায় আমি হস্তক্ষেপ করিনি।
৭ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি ইন্টারভিউ নিয়ে নাম নির্বাচন করেছেন। ইউনিয়নে ১২৬০টি আবেদন থেকে ৬০৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।
যদি প্রমাণ হয় আমি আমার ওয়ার্ড ব্যতীত অন্য কারো নাম তালিকাভুক্ত করেছি কিংবা কারো কাছ থেকে টাকা নিয়েছি, তবে আমি আজীবনের জন্য ডৌয়াতলা ছেড়ে চলে যাব।”তিনি আরও বলেন, “কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সত্যের পক্ষে থাকতে বলেন।”
বক্তব্য রাখেন মোঃ নেশার শরীফ উপজেলা বিএনপি, মাওলানা মোঃ হাবিবুর রহমান সভাপতি ওলামাদল বামনা, সঞ্জীব চন্দ্র দাস ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড, মোসাঃ মাহমুদা সংরক্ষিত ( ৪,৫,৬,) মোঃ রেজাউল ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত