
পিরোজপুরের কাউখালীতে শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা।
এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক গাজী আনোয়ার হোসেন,আমরাজুরী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ফেরিঘাট বাজার কমিটির সভাপতি লিমন তালুকদার,ব্যবসায়ী জামাল হোসেন, সঞ্জীব মন্ডল, আবু সুফিয়ান, ওয়ার্ড বিএনপি'র সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, মৎস্যজীবী জেলে মিজানুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা দায়িত্ব পুলিশ আপনাদের দিয়ে যাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন।
দরকার বোধে আমাকে মোবাইল ফোনে তথ্য জানাবেন। আপনাদের নাম প্রকাশ করা হইবে না। অনুষ্ঠানের সভাপতি ওসি মোঃ সোলায়মান বলেন, এ দেশটা আমাদের সবাই, সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সাক্ষীর অভাবে মামলা দুর্বল হয়ে যায়, তখন আসামিরা সহজে জামিনে বের হয়ে যায়। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের কোন দল নেই।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত