ফুলপুরবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরাতন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় নির্মাণ হতে যাচ্ছে উপজেলা পরিষদ মিনি পার্ক। এই স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ৫১ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। পরিকল্পনা, স্থান নির্বাচন, ডিজাইন ও বাজেট অনুমোদনের প্রতিটি ধাপে সহযোগিতা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ফুলপুরের কৃতি সন্তান মো: রেজাউল মাকছুদ জাহেদী। স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদীর আন্তরিক সহযোগিতা ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার অক্লান্ত প্রচেষ্টায় বাস্তবরূপ নিতে যাচ্ছে এ স্বপ্নের প্রকল্পটি।
পুরাতন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় বাস্তবেরুপ নিতে যাওয়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য পার্কটিতে থাকবে দোলনা, স্লাইড, খেলনা-রাইডার, হাঁটার পথ, বসার ব্যবস্থা ও নিরিবিলি পরিবেশে বই পড়ার জায়গা। পাশাপাশি সবুজে ঘেরা পরিবেশে তৈরি হবে একটি নির্ভরযোগ্য বিনোদনের আসর। তাই এই পার্কের মাধ্যমে মুক্ত বাতাসে শিশুদের খেলা-ধুলা ও সাংস্কৃতিক বিকাশের নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা রাতে উপজেলা প্রশাসনের ফেইসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বলেন, ফুলপুরবাসীর জন্য একটা সুখবর। এই উপজেলার মানুষের জন্য বিনোদনের জায়গা নেই বললেই চলে, সেই তাগিদ থেকে সবসময় চেয়েছি কিছু একটা করার জন্য। বড় পরিসরে বিনোদন পার্ক করার জন্য জায়গা সংকুলান না হওয়ায় ছোট পরিসরে উপজেলা পরিষদ মিনি পার্ক করার পরিকল্পনা করি।
এ কাজের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পৃক্ত আছেন উপজেলা প্রকৌশলী জনাব জাহাঙ্গীর হোসাইন , আমাদের সাবেক পি আই ও জনাব আশীষ কর্মকার আমার পরিকল্পনা মোতাবেক ডিজাইন তৈরি করে দিয়েছেন আর সর্বোচ্চ কৃতজ্ঞতা আমাদের শ্রদ্বেয় সচিব জনাব রেজাউল মাকছুদ জাহেদী স্যারের প্রতি। খুব শীঘ্রই আমরা পার্কের কাজ শুরু করবো ইনশাআল্লাহ।
পুরাতন কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায় পার্কটি হবে। সাথে আমাদের আরো পরিকল্পনা রয়েছে ক্রমান্বয়ে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফুলপুরবাসীকে জানানো হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত