
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস,১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, ডিডিএলজি মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ,সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার আয়েশা আক্তার, সুনামগঞ্জ জেলার তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা মৎস্য অফিসার আল মিনার নুর, র্যাব সুনামগঞ্জ সিপিসি ডি এ ডি ফারুক আহমদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, আব্দুল মজিদ, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা জাসাস সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহা সচিব জুয়েল মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবাস উদ্দিন প্রমুখ।
সভায় তিনটি দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত