
যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে বিএনপির পদস্থগিত নেত্রী বিলকিস জাহান শিরিনের দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে গৌরনদীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের কো-আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, জনকন্ঠের বরিশাল স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বিএম বেলাল, সাবেক সাধারন সম্পাদক মো. হানিফ সরদার, দৈনিক দক্ষিনাঞ্চলের গৌরনদী প্রতিনিধি সৈয়দ নকিবুল হক, এসএম জুলফিকার, দৈনিক ইনকিলাবের গৌরনদী উপজেলা সংবাদদাতা বদরুজ্জামান খান সবুজ, দৈনিক খোলা কাগজের গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান প্রমূখ। বক্তারা বলেন, বিএনপির পদস্থগিত নেত্রী বিলকিস জাহান শিরিনের করা হয়রানি মূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারে দাবি জানান। হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে উপজেলা বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনেসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট বিএনপির পদস্থহিত বিলকিস জাহান শিরিনসহ তার পরিবারের বিরুদ্ধে জনগণের ব্যবহার করা কয়েকশ বছরের পুরানো একটি পুকুর দখল চেষ্টার সংবাদ প্রকাশ করেছিলেন যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। সংবাদ প্রকাশের ১১ মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে শাহিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত