গৌরনদীর গাউছিয়া সুন্নিয়া আবেদিয়া দাখিল মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী-আগৈলঝাড়া মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান।
বৃহস্পতিবার সকাল বিকাল ৩টায় গৌরনদীর বার্থী গাউছিয়া সুন্নিয়া আবেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকমন্ডলির সাথে তিনি পৃথকভাবে মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় গড়ে তোলা-সহ বিভিন্য বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, শিক্ষক সমাজ হলো জাতির চালিকা শক্তি। তাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এসময় ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জাহাঙ্গি হোসেন সহ-নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. শাহআলম ও স্থানীয় বিশিষ্টজনরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত