
ভোলা চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হওয়া দুটি বসত ঘরের দুই পরিবারকে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) আসনে জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এ আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে পুড়ে যাওয়া বসত ঘর দুটির মালিক মোস্তফা বেপারী ও আবদুল মান্নান বেপারী'র হাতে তিনি পৃথক পৃথক ভাবে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ।
এ সময় জামায়াত নেতা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সান্ত্বনা দেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়কে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পাশাপাশি দুই বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় । ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয় । ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত