
ধর্ম মন্ত্রণালয় অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিনায়তনে অনুষ্ঠিত হয়। এতে গৌরনদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গৌরনদী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির,গৌরনদী উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাহিত্যিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল রহমান, গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা।
অনুষ্ঠানে অন্যাণ্যদের মাঝে উপস্থিত ছিলেন আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন, গাউসিয়া আলীম মাদ্রাসাসব বিভিন্ন মাদ্রসার শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত