চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢোলবাদন ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর সুযোগ্য পুত্র ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী বাবুল জলদাশকে বর্ষাবাস প্রবারণা ফানুস উৎসব উদযাপন পরিবার বোয়ালখালী কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা) কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বোয়ালখালী
সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা ও সম্মিলিত বর্ষাবাস প্রবারণা ফানুস উৎসব উদযাপন পরিবারের প্রধান সমন্বয়কারী
সাংবাদিক অধীর বড়ুয়ার সঞ্চালনায় ও উদযাপন পরিবারের আহ্বায়ক বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
এতে মহান অতিথি ছিলেন গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতানন্দ থেরো, বৌদ্ধ জ্যোতি আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ চাপ্টারের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি রুবেল বড়ুয়া, দানশীল ব্যক্তি সাধক ডালিম বড়ুয়া, বোয়ালখালী উপজেলা দমকল বাহিনীর ষ্টেশন অফিসার অলক চাকমা, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া, কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সিনিয়র সহ সভাপতি সমীরন বড়ুয়া টিটু, সাধারণ সম্পাদক ডাঃ মিহির বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালীর সভাপতি সুমন বড়ুয়া ভুপেল, বিশিষ্ট সংগঠক ব্যাংকার লিটন কুমার বড়ুয়াসহ অনেকেই।
সভা শেষে ফানুস উৎসব উদ্বোধন উপলক্ষে কেক কেটে উপজেলা চত্বরে কয়েকটি ফানুস উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমাসহ উপস্থিত অতিথিবৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত