
গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ঝাউরানী বিওপি’র আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ।
০৩ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১:৩০ মিনিটে ঝাউরানী বিওপি টহলদল কর্তৃক অন্ধকারে গোপনে নজরদারি চলাকালীন সময়ে হঠাৎ সীমান্তের কাছাকাছি কিছু সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল লক্ষ্য করে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মালামাল মাটিতে ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় গাঁজা ৪৪ কেজি উদ্ধার করা হয়।
এর আগে ০২ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে, বিকাল আনুমানিক ৫:৪৫ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ফেন্সিডিল ৮৩ বোতল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল ৮৩ বোতল, যার বাজার মূল্য ৩৩,২০০ টাকা এবং ভারতীয় গাঁজা ৪৪ কেজি যার বাজার মূল্য ১,৪৭,০০০/- টাকাসহ সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার ২০০ টাকা।
তিনি আরও জানান “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত