শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৩ অক্টোবর ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। টানা ৬ দিন বন্ধের আজ শনিবার দুপুর সোয়া ১২ টা থেকে এই বন্দরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, পূজা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক রয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত