প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে জনগণের ভালোবাসার পাত্র ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) এর বদলি ঠেকাতে মানববন্ধন ও গণমিছিল

এস এম সোহেল,ভোলা: বোরহানউদ্দিন উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) এবং পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসানের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে বোরহানউদ্দিন থানার সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বোরহানউদ্দিনের জনগণের কাছে মেহেদী হাসান একজন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। মাত্র কয়েক মাস আগে, ২০২৪ সালের ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার এই স্বল্প সময়ের কর্মজীবনেই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বিশেষ করে ৫ আগস্টের ঘটনার পর যখন পুলিশ নিষ্ক্রিয় ছিল, তখন তিনি নৌবাহিনীকে সঙ্গে নিয়ে সাহসিকতার সাথে জনগণের জানমাল রক্ষায় কাজ করেন।
বক্তারা তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাদের মতে, মেহেদী হাসানের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো:
- ভূমি অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করা।
- 'জনগণের কাছে এসিল্যান্ডের জবাব' নামক একটি নতুন উদ্যোগ চালু করা।
- অবৈধ বালু উত্তোলন এবং নদীভাঙন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া।
- কৃষকের খাসজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে 'ধরিত্রী রক্ষা কর্নার' স্থাপন।
- সরকারি চাল বিতরণে কঠোর নজরদারি নিশ্চিত করা।
- পৌর প্রশাসক হিসেবে প্রথমবারের মতো ডাস্টবিন স্থাপন, নিয়মিত আবর্জনা সংগ্রহ, এবং অবৈধ টোল বন্ধ করা।
- শহরকে আধুনিক করতে সিসি ক্যামেরা, রোড লাইট, ওয়াশজোন, ব্রেস্টফিডিং কর্নার, ওয়াকওয়ে, ব্যাডমিন্টন কোর্ট এবং জিমনেসিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ।
বক্তারা আরও জানান, তার অক্লান্ত প্রচেষ্টায় বোরহানউদ্দিন উপজেলা নতুন উচ্চতায় পৌঁছেছে। হঠাৎ তার বদলির খবরে স্থানীয় জনগণের মধ্যে তীব্র উদ্বেগ, দুঃখ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন ও গণমিছিলে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মেহেদী হাসানের বদলির আদেশ বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার জোর দাবি জানান। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিশ্বাস মানববন্ধনে সভাপতিত্ব করেন এবং সাংবাদিক শিমুল চৌধুরী সঞ্চালনা করেন। এতে জামাত ইসলামের আমির মাওলানা মাকসুদুর রহমান, শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক মনিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার বোরহানউদ্দিন উপজেলার সহ সভাপতি সৈয়দ মুহাম্মাদ সোহেল, সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ শাওন যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন নয়নসহ সাংবাদিক, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
- প্রকাশকঃ এম এ অন্তর হাওলাদার, সম্পাদকঃ সৈয়দ মুহাম্মাদ সোহেল, বার্তা সম্পাদকঃ মোঃ শাহিন,
- ফোনঃ +৮৮০৯৬৩৮২৬০৪১৬, ই-মেইলঃ somobanibd@gmail.com
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত