
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ১৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৯:১৫ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম রামখান (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অনন্তপুর বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে।
অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় গাঁজা ৪১ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় গাঁজা ৪১ কেজি ৫০০ গ্রাম যার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২শত ৫০ টাকা।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত