গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে একটি বাসে রেকার বিল করায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ২ জন আটক।
শুক্রবার(১০ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস( ঢাকা মেট্রো ব-১২-০৬৭৭) কে রেকার বিল করাকে কেন্দ্র করে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আমাদের একটি টিম জৈনা বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় দেখতে পায় ইমাম পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি করছে। নিয়ম অনুযায়ী বাসটিকে রেকার বিল করে জরিমানা করা হয়।
এ সময় কিছু স্থানীয় লোকজনের উসকানিতে বাসচালক ও যাত্রীরা কর্তব্যরত পুলিশের ওপর হামলা করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে সালনা হাইওয়ে পুলিশের সহযোগীতায় সালনা এলাকা থেকে অভিযান চালিয়ে বাসসহ চালক জাকির হোসেন ও হেলপার আরিফকে আটক করা হয়। তারের শ্রীপুর থানায় হস্তান্তরের পর নিয়মিত মামলা দেয়া হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত