“বিএ হ্যান্ড ওয়াশিং হিরো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম নিয়ে হাতে-কলমে প্রদর্শনী দেখানো হয়। বিশেষজ্ঞরা হাত ধোয়ার ছয় ধাপ তুলে ধরেন এবং জীবাণুমুক্ত থাকতে সাবান ও সুপেয় পানির ব্যবহারকে গুরুত্ব দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত হল জীবাণু ও রোগজীবাণুর প্রধান বাহক। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস না থাকলে ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। তাই খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং বাইরে থেকে ঘরে ফেরার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বক্তারা এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, হাত ধোয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করলে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই এই বার্তা মানুষে মানুষে ছড়িয়ে দিতে হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত