
আজ ১৬/১০/২০২৫ রোজ বুধবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,
আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দ্বিপক চন্দ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পলাশ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, বন বিভাগ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আকন মানিক,মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কমকর্তা, মহিলা বিষয় কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান, বামনা ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবি, পূর্বসফিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আব্দুল মালেক, উপজলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,বামনা সদরা রশিদ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ হারুনুর রশিদ, ১২ নং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঃ শিক্ষিকা মোসাঃ পারভীন বেগম প্রমুখ
এ সময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের সবার নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
হাত ধোয়া একদিকে যেমন নিজের স্বাস্থ্য রক্ষা করে, তেমনি অন্যদেরও নিরাপদ রাখে। তাই আমাদের সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, এছাড়াও বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত