ভোলার চরফ্যাসন উপজেলার উত্তর আইচা ৭ নং ওয়ার্ডের,গাজি মার্কেট সংলগ্ন জামে মসজিদে আজ মঙ্গলবার এক দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আরিফী তার বক্তব্যে বলেন আপনারা ন্যায় পরায়ন নেতার পিছনে চলুন, যার মধ্যে আল্লাহ তায়ালার ভয় ও জবাবদিহিতার চেতনা বোধ রয়েছে, তিনিই জনগণের সঠিক সেবা ও দায়িত্ব পালনে তৎপর থাকবেন। কারণ পরকালে এই নেতৃত্বের অপকারিতা সম্পর্কে জবাব দিতে হবে। তাই আসন্ন নির্বাচনে ন্যায় পরায়ন ও খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই।
আমার জানা মতে দক্ষিণ আইচা থানাধীন জনৈক আলেম সরকারের বরাদ্দকৃত ৪ বস্তা ্চাল ইউনিয়ন পরিষদ থেকে এনে নিজ দায়িত্বে মাথায় করে প্রাপ্য হারে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছেন,যা বর্তমান সময়ের জন্য একটি বিরল ঘটনা।
যার মধ্যে আল্লাহর ভয় নেই, পরকালের জবাবদিহিতার চিন্তা নেই, তিনিই তো শুধু নিজের স্বার্থ বিবেচনা করবেন। তাই আপনাদের বলছি জনপ্রতিনিধি নির্বাচন করতে হলে ন্যায় পরায়ণ ও খোদাভীরু দেখে নির্বাচন করবেন।
হযরত সাহাবায়ে কেরাম (রা) খেলাফতে রাশেদার অন্তর্ভুক্ত গণ এই ন্যায় পরায়ণতার একমাত্র মাপকাঠি ছিলেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ আলেম মাওলানা খুরশিদ আলম, মাওলানা আব্দুল বাসেত, উক্ত মসজিদের ইমাম, ঐতিহ্যবাহী গাজী মার্কেট মাদ্রাসার পরিচালক গাজী মাওলানা সানাউল্লাহ সহ অনেক মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক এবং এলাকার মুসুল্লিয়ানে কেরামগণ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত