
জলবায়ু ঝুকিতে থাকা উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা বলি; উপকূলের সংকট ও সম্ভাবনার কথা বলি’ এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে উপকূল দিবস। ১৯৭০ এর ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে প্রয়াতদের স্মরণে দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে আলোচনা সভা,দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সাইদ জুলফিকার নিয়াজের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল মিয়াজী, সজিব শাহরিয়ার , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন যুগান্তরের চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি আমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান সিকদার, ও জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভুঁইয়া, সাহিত্য সম্পাদক অশোক শাহা, দৈনিক জনতা প্রতিনিধি মীর সাজু, চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি নুর উল্লাহ আরিফ, ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মামুন হোসাইন, দৈনিক আজকের ভোলা প্রতিনিধি শামিম হোসেন প্রমুখসহ সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
উপকূল দিবস উপলক্ষে র্যালি বক্তারা বলেন, আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনটি উপকূলবাসীর জন্য স্মরণীয়। এ দিন বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে বয়ে যায় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গুর্কী’। এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চল বিরাণভূমিতে পরিণত হয়। প্রলয়ঙ্করী এ ঘুর্ণিঝড়ে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারান।
বক্তারা এই দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।
আলোচনা সভা শেষে ঘূর্ণিঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত