
কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৩ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।
আটককৃতরা উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত: আব্দুল বারেক’র স্ত্রী বাহাতন বেওয়া (৪৮), তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) এবং বানেছার ছেলে আলী হক (১৭)।
পুলিশ ও বিজিবি জানান, আটককৃতরা অবৈধভাবে দালালদের মাধ্যমে দীর্ঘদিন পূর্বে কাজের সন্ধানে দিল্লীতে যান। সেখানে কাজ শেষে আবারো দালালদের মাধ্যমে বৃহস্পতিবার গভীররাতে অবৈধ পন্থায় বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ’র কাছে আটক হন।
এসময় বিএসএফ তাদেরকে ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এস’র পাশ দিয়ে কাটাতার পেরুবার সময় আটক হন। পরে বিএেএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে পতাকা বৈঠকের পর হস্তান্তর করে।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, শুক্রবার সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত