
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ভাণ্ডারিয়া মহল্লায় গতকাল সোমবার বিকেলে পৌল বিএনপি’র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম খলিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহবায়ক ওয়াশিম মন্নান উৎপল, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, বিএনপি নেতা মো. নাসির মুন্সি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন হিরণ প্রমূখ। বক্তারা বলেন, দিল্লি নয় পিন্ডি নয় এটা সবার বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় পিরোজপুর-২ আসনে ধানের শীষে প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনকে ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নসহ এলাকার উন্নয়নে কাজ করতে সহায়তা করুন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত