
মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
বৈঠকে বক্তারা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জুলফিকার আলী। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে দেশের প্রশাসন ও বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং নাগরিক অধিকার নিশ্চিত হবে।”
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আ. মান্নান হাওলাদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল শেখ, সহ-সভাপতি মোস্তফা শেখ, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মো. আ. সবুর, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মোংলা উপজেলার আহ্বায়ক গোপাল কৃষ্ণ (কালু)।
বৈঠকের সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিরক রায়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত