
সাদা পাথর লুট কান্ডে জড়িতদের হয়নি রেহাই। বসে নেই প্রশাসন। দায়ের করা মামলায় চলছে আটক অভিযান। সিলেটের গোয়াইবঘাট উপজেলার জিরো পয়েন্টে পাথর লুট কাণ্ডে স্থানীয় ভূমি অফিসের তশীলদার মোনায়ম বাদী হয়ে দায়ের করা মামলায় লুট কান্ডের সদস্য আনোয়ার হোসেন (৪২) কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৫ নভেম্বর শনিবার রাত ১১:০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পাথরখেকো আনোয়ার হোসেনকে আটক করা হয়।
আনোয়ারকে আটক করতে মাদক আড্ডায় পুলিশ হানা দেয় এ সময় আরো দুইজনকে আটক করা হয়।
আটক আনোয়ার উপজেলার জাফলং লাখর পাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পাথর লুট কান্ডের মামলা দায়ের এরপর থেকে পুলিশী তদন্তে আনোয়ার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটকে অভিযান অব্যাহত রাখে পুলিশ।
আটকের সততা নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, পুলিশী তদন্তে আটক আনোয়ার পাথর লুট কাণ্ডে দায়ের করা মামলার আসামি ।
সে এজাহার নামীয় আসামি নয়। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন ভূমি অফিসের তশীলদার আব্দুল মোনায়েম বাদী হয়ে ১০০- ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। যার নং জি/ আর ২২৮। সে মামলায় আনোয়ারকে আটক দেখানো হয়েছে
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত