
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড বিষয়ক Workshop for Media Personnel অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তা ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তরের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার বেলা ১১টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা পর্যায়ের অর্ধশতাধিক সাংবাদিকরা এই কর্মশালায় অংশ গ্রহন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়ক) ডালিয়া ইয়াসমিন, সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, সুনামগঞ্জ সিভিল সার্জনের সমন্বয়ক ডা: রাজেশ সিংহ, শল ইউনিসেপের ডাঃ তানভীর ইসলাম, ডাঃ শতাব্দী,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,সাংবাদিক পঙ্কজ কান্তি দে।
স্বাগত বক্তব্য ও সঞ্চলনা, করেন জেলা তথ্য কার্যালয়ের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
বক্তারা বলেন, শিশু কিশোরদের টাইফয়েড টিকা দিতে গিয়ে কোন প্রকারের গুজবে কান দিবেন না। সময় মত টাইফয়েড টিকা প্রদানে সচেতন নাগরিক হিসেবে সহযোগিতা করবেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত