
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, কাউখালী উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫/২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক পারিবারিক গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।
উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম। প্রশিক্ষণে ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা নিজেরা স্বাবলম্বী হতে পারবে। প্রশিক্ষণ প্রাপ্তীরা সহজ শর্তে ঋণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আসবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত