
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত শনিবার(১৫ নভেম্বর)দিবাগত রাত আড়াই টার দিকে অজ্ঞাতনামা ৭/৮ জন যুবক অতর্কিতভাবে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে বলে নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংক শ্রীপুর উপজেলা শাখার এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবদুর রাজ্জাক।
স্থানীয় বাসিন্দারা জানান,শনিবার দিবাগত রাতে অতর্কিতভাবে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ময়ানেজার রেহেনা পারভিন বলেন,এ ঘটনায় কতৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৈশ্য পৌহরী সিরাজ মিয়া বলেন,আমি রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শব্দ শোনে ঘুম ভেঙে গেছে। এরমধ্যে তিনটি পেট্রোল বোমা হামলা চালিয়েছে।এরমধ্যে দুটি গেইটে এবং একটি গেইটের ভিতরে নিক্ষেপ করার পর আগুন জ্বলতে ছিল।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর উপজেলার এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন,ভোর রাতে ম্যানেজার আমাকে ফোন করে বিষয়টি জানান। সে আমাকে ফোন করে বলে রাতে তিনটি পেট্রোল বোমা হামলা চালিয়েছে। পরে রাতেই আমি শ্রীপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছে আলামত উদ্ধারসহ তদন্ত শুরু করেছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত